সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হযরত কদম আলী মস্তান (রহঃ) দরবার শরীফ - কীভাবে আসবেন?

 হযরত কদম আলী মস্তান (রহঃ) দরবার শরীফ - কীভাবে আসবেন? 


ঢাকা পোস্তগোলা ব্রিজ থেকে কদমপুর ম্যাপ—



পদ্মা সেতু থেকে কদমপুর ম্যাপ—


নিমতলী সেতু থেকে কদমপুর ম্যাপ—


আব্দুল্লাহপুর থেকে কদমপুর ম্যাপ—



ঢাকা বাবু বাজার থেকে কদমপুর ম্যাপ—






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হযরত কদম আলী মস্তান (রহঃ)

দয়াল বাবা কদম আলী মস্তানের জন্ম বিক্রমপুরের ডহরী নওপাড়া। আস্তানা ছিল মরহুম ছত্তর বেপারী সাহেবের বাড়ি তৎকালীন দিঘলী বাজারের পূর্ব পাশে। এই পাগলের আবির্ভাব বিক্রমপুরের মানুষের জন্য ছিল আশির্বাদের মতো। বিভিন্ন রোগ আর মহামারিতে বিক্রমপুরের মানুষেরা ছিলো দিশেহারা। ভাল ডাক্তার পাওয়া যায় না, ঔষধ কেনার পয়সা জোটেনা। কলেরা, যক্ষা, বসন্তে ভরে গেছে এলাকা। মানুষ দিশেহারা। কি ভাবে রক্ষা পাবে এ থেকে? এমন সময় এলেন কদম মস্তান। তাঁর পানি পড়া খেয়ে সবাই সুস্হ্য হয়,সবার মনোবাসনা পূর্ন হয়। এ খবর ছরিয়ে পড়তে লাগলো চারাদিকে। নিঃসন্তানের কোলে সন্তান এলো। সবাই হুমরী খেতে লাগলো কদমের দরবারে। দিঘলী বাজারে একটা ছোট্র দোকান চালাতো মোহন্ত। সারাদিন দোকানদারী করে রাতে সবাই চলে আসতো পাগলের আস্তানায়। গভীর রাত পর্যন্ত চলতো গান বাজনা। নুরু ঢালীর হারমোনিয়ামের সুনিপুন বাজনা আর শিল্পীদের গানে পাগল ও বেশ মজা পেতেন। মোহন্ত নামকরন একদিন গভীর রাতে কদম ঢুকলেন আস্তানায়। দেখলেন, সবাই গভীর ঘুমে রত। কদম ডাকলেন, মোহন্ত! বাবা মোহন্ত! কে মোহন্ত? কোথায় মোহন্ত? সবার ঘুম ভেঙে গেল। সবাই পাগলের দিকে তাকিয়ে আছে। পাগলের দৃষ্টি মোহন্তর দিকে। ম...

হযরত কদম আলী মস্তান (রহঃ)- জীবনী

হযরত কদম আলী মস্তান (রহঃ)- জীবনী দয়াল বাবা কদম আলী মস্তানের  জন্ম বিক্রমপুরের ডহরী নওপাড়া। আস্তানা ছিল মরহুম ছত্তর বেপারী সাহেবের বাড়ি তৎকালীন দিঘলী বাজারের পূর্ব পাশে। এই পাগলের আবির্ভাব বিক্রমপুরের মানুষের জন্য ছিল আশির্বাদের মতো। বিভিন্ন রোগ আর মহামারিতে বিক্রমপুরের মানুষেরা ছিলো দিশেহারা। ভাল ডাক্তার পাওয়া যায় না, ঔষধ কেনার পয়সা জোটেনা। কলেরা, যক্ষা, বসন্তে ভরে গেছে এলাকা। মানুষ দিশেহারা। কি ভাবে রক্ষা পাবে এ থেকে? এমন সময় এলেন কদম মস্তান। তাঁর পানি পড়া খেয়ে সবাই সুস্হ্য হয়,সবার মনোবাসনা পূর্ন হয়। এ খবর ছরিয়ে পড়তে লাগলো চারাদিকে। নিঃসন্তানের কোলে সন্তান এলো। সবাই হুমরী খেতে লাগলো কদমের দরবারে।

হযরত কদম আলী মস্তান (রহঃ) দরবার শরীফ

হযরত কদম আলী মস্তান (রহঃ) দরবার শরীফ Cemetery of Kadam Ali Mastan (MAZAR) স্থান— গ্রামঃ কদমপুর (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) ডাকঘরঃ তেঘরিয়া উপজেলাঃ দক্ষিণ কেরানীগঞ্জ জেলাঃ ঢাকা - ১৩১১ গুগল ম্যাপে দেখুন—   হযরত দয়াল কদম আলী মাস্তান (রঃ আঃ) দরবার শরিফ কদমপুর গ্রাম থেকে  হযরত কদম আলী মস্তান (রহঃ) দরবার শরীফ   হযরত কদম আলী মস্তান (রহঃ) দরবার শরীফ  অন্য পথে   হযরত কদম আলী মস্তান (রহঃ) দরবার শরীফ